ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।'

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআইর সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশে তিন দিনের সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

লুৎফে সিদ্দিকী প্রতিনিধি দলটিকে সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি বর্তমান বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি ও বন্দরের কর্মক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, 'বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে ইতোমধ্যেই বিভিন্ন খাতে পদক্ষেপ নেওয়া হয়েছে।'

শ্রম সংস্কার, আরএমজি (তৈরি পোশাক) সেক্টর, আইন-শৃঙ্খলা এবং অন্তর্বর্তী সরকারের সামগ্রিক সংস্কার উদ্যোগ নিয়ে প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

প্রতিনিধি দলকে তিনি আরও বলেন, 'ব্যবসার জন্য আমাদের দরজা খোলা। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, প্রশ্ন চালিয়ে যান। আপনারা নিজের স্বার্থে সফর অব্যাহত রাখুন এবং আপনি যা দেখলেন, শুনলেন, সেটা ভালো লাগলে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সহায়তা করুন।'

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

14m ago