এমন পারফরম্যান্স কেন নিয়মিত করতে পারেন না, প্রশ্ন ফার্নান্দেজের

ভাগ্যটা সঙ্গে থাকলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে আসা কম কিছু নয় ভুগতে থাকা দলটির জন্য। কিন্তু তারপরও হতাশ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দলের এমন পারফরম্যান্স নিয়মিত করতে না পারার হতাশা জেকে বসেছে তাকে।

রোববার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেই হয় গোল চারটি। লিসান্দ্রো মার্তিনেজের গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও কোডি গাকপো সমতা ফেরান লিভারপুলের হয়ে। এরপর মোহামেদ সালাহর পেনাল্টি গোলে রেডরা লিড নিলেও ইউনাইটেডকে ম্যাচে ফেরান আমাদ দায়ালো।

তবে ম্যাচের শেষ দিকে ইউনাইটেডের পারফরম্যান্স ছিল আরও উজ্জ্বল। জোশুয়া জিরকজির পাস থেকে শেষ মুহূর্তে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েইর। কিন্তু অবিশ্বাস্যভাবে তার শট ক্রসবারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ড্রয়ে টানা চার ম্যাচে হারের ধারা ভাঙতে সক্ষম হয়েছে ইউনাইটেড। আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর টটেনহ্যাম, বোর্নমাউথ, উল্ভারহ্যাম্পটন ও নিউক্যাসলের কাছে হারে দলটি। অথচ এক ম্যাচ কম খেলেই দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল, তাদের সঙ্গে ড্র করতে পেরেছে রেড ডেভিলরা।

দারুণ ড্রয়ের পরও তাই হতাশার গল্পই বললেন ফার্নান্দেজ, 'আমাদের সমালোচনা হয়েছে, এবং তা যথাযথ। আমাদের টেবিলের অবস্থানই সব বলে দিচ্ছে। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি। আজকেও আমরা এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে পারি না। আমাদের পয়েন্ট দরকার এবং আমরা শেষ মুহূর্তে ম্যাচটি জিততেও পারতাম, তবে এটি ন্যায্য ফলাফল হতো। উভয় দলই ভালো ফুটবল খেলেছে।'

'আমি খুব হতাশ। আমরা যদি লিভারপুলের মতো দলের বিপক্ষে এই স্তরের পারফরম্যান্স দেখাতে পারি, যারা লিগের শীর্ষে, তবে কেন আমরা এটা সর্বত্র করতে পারি না? এটা আমাকে রাগিয়ে তোলে। এছাড়া, অবশেষে আমি নিজেও একটি ভালো পারফর্ম করেছি। আমরা বলেছিলাম, এই মৌসুমে আরও ভালো কিছু পেতে আমাদের নিজেদের কাছ থেকে আরও বেশি কিছু দিতে হবে,' যোগ করেন ফার্নান্দেজ।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

40m ago