লিভারপুল কিনতে চান ইলন মাস্ক

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম সামাজিকমাধ্যম টুইটার কিনে রীতিমতো ঝড় তুলে ফেলেন ইলন মাস্ক। এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহী বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ ডিজিটাল রেডিও স্টেশন টাইমস রেডিও।

সম্প্রতি এই রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তার বাবা এরোল মাস্ক, মন্তব্য করেছেন লিভারপুল ক্লাব কিনে নেওয়ার প্রসঙ্গে। ইংলিশ ক্লাবটি কেনার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অস্পষ্টভাবে উত্তর দেন, 'আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। এতে দাম বেড়ে যাবে।'

'ওহ হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে সে এটি কিনছে। ইলন চাইবে কিনতে, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। যে কেউ চাইবে। আমিও চাই,' যোগ করেন এরোল।  যদিও তার এই বক্তব্য জল্পনা বাড়ালেও কোনো স্পষ্ট পরিকল্পনা বা আলোচনা নিশ্চিত করে না।

তবে লিভারপুল বিক্রি করার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। ২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনে নেয় এফএসজি। তাদের অধীনেই ২০২০ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাবটি, যা ৩০ বছরের শিরোপাহীনতা ঘুচিয়েছে।

বর্তমানে লিভারপুলের মূল্য প্রায় ৪.৩ বিলিয়ন পাউন্ড, যা ইলন মাস্কের মোট সম্পদের মাত্র এক শতাংশ। দ্য গার্ডিয়ানের এক সাম্প্রতিক প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ আনুমানিক ৩৪৩ বিলিয়ন পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago