মুলতান টেস্ট

২৩০ রানে গুটিয়ে গেল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকায় ধবল ধোলাই হওয়ার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ২৩০ রানে গুটিয়ে গিয়েছে শান মাসুদের দল।

জেইডন সিলসের তোপে আগের দিনেই কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। দলীয় ৪৬ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। এরপর সেখান থেকে দলকে তেনে তোলেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছিলেন তারা।

দ্বিতীয় দিনে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দলটি। দুই অপরাজিত ব্যাটার শাকিল ও রিজওয়ান শুরুটা করেছিলেন দৃঢ় ভাবেই। এদিন আরও ৪৪ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতে ভালো কিছুর ইঙ্গিতই দিচ্ছিলেন তারা। কিন্তু এ জুটি ভাঙতেই উইকেট হারানো মিছিলে যোগ দেয় দলটি।

শাকিলকে ফিরিয়ে ১৪১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন কেভিন সিনক্লেয়ার। সালমান আগাকে বোল্ড করে দেন জোমেল ওয়ারিকান। এরপর নোমান আলী পড়েন রানআউটের ফাঁদে। ঠিক এর পরপরই বড় ধাক্কা খায় পাকিস্তান। সিনক্লেয়ারের বলে এলডাব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন শেষ স্বীকৃত ব্যাটার রিজওয়ান। ১৩ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে শেষ দেখতে থাকে তারা। এরপর খুররম শাহজাদের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন সাজিদ খান।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন শাকিল। ১৫৭ বলে ৬টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস। রিজওয়ান করেন ৭১ রান। ১৩৩ বলে ৯টি চারের সাহায্যে এই রান করেন তিনি। সাজিদের ব্যাট থেকে আসে ১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট পান সিলস। ৬৯ রানের বিনিময়ে ৩টি শিকার ওয়ারিকানের। ২টি উইকেট নিয়েছেন সিনক্লেয়ার।   

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

21m ago