ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

গতকাল এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজ সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। 

সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, সম্মেলনে যোগদানের পাশাপাশি সাইডলাইনে চারজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা হলেন- জার্মানির চ্যান্সেলর ওলাপ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টান লাগার্দে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যাড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন।

আজাদ মজুমদার বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। 

তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ধরনের সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আশা করি এই সংলাপ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান এবং এ দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, 'সম্মেলনে অধ্যাপক ইউনূস বিদেশি ব্যবসায়ীদের বলবেন- আপনারা বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন'। 

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নতি হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য সহজ করা হচ্ছে- সে বিষয়টি তিনি তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago