কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

লিটন মাহমুদ ও মামুন খান। ছবি: সংগৃহীত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটির সভাপতি ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক রাইজিং বিডির স্টাফ রিপোর্টার মামুন খান।

আজ মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের স্থায়ী কার্যালয়ে সিআরইউয়ের সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—দ্য ডেইলি স্টারের রিপোর্টার এমরুল হাসান বাপ্পী সহ-সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, সকাল সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট নাইমুর রহমান নাবিল কোষাধ্যক্ষ, জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন দপ্তর সম্পাদক, বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক।

এ ছাড়া, বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন (রনি) কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করবেন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

49m ago