ফরিদপুরে তাসের আসরে পুলিশের অভিযান, এলাকাবাসীর হামলা

ফরিদপুরে জুয়ার আসরে অভিযানে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: স্টার

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে একটি দোকানে তাস খেলাকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ডিবির পাঁচজন সদস্য আহত হয়েছেন।

আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মধুখালীর ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে জুয়া খেলা হচ্ছে অনুমান করে অভিযানে গিয়েছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এসে তাসের আসর থেকে কয়েকজনকে আটক করে দোকানের ভেতরে রেখেছিল। দোকানে আটকে থাকা লোকজন মোবাইল ফোনে তাদের স্বজনদের খবর দিলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলাম (৪০)।

ফরিদপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসক মো. তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে। অন্য দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বলেন, 'ডুমাইন বাজারে জুয়ার আসরে মাদক সেবন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। তারা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে। তবে কিছু আইনগত প্রক্রিয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সই নেওয়ার প্রয়োজন হয়। এতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। এরই এক পর্যায়ে এলাকাবাসী আক্রমণ চালায়।'

ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Rooppur payment: Govt to seek US sanction waiver

As much as $900 million has been on hold since 2022 in the central bank's escrow account

16h ago