হত্যাচেষ্টা মামলায় পলক আবার ২ দিনের রিমান্ডে

জুনাইদ আহ্‌মেদ পলক। ফাইল ছবি সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় গতবছরের ১৯ জুলাই মোহাম্মদপুরে বাসচালক মো. ইনসান আলীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ তিন জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অন্য দুজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং উত্তর সিটি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাদের হাজির করে পুলিশ তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিশন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তবে শুনানিতে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

তিনি আদালতকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজন ব্যক্তিকে কত দিন রিমান্ডে নেওয়া যায়।

আইনজীবী আদালতকে জানান, তার মক্কেলকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মঞ্জুরকৃত ৫৮ দিনের রিমান্ডের মধ্যে ৩৪ দিন শেষ হয়েছে।

তিনি আদালতকে আরও বলেন, তার মক্কেল এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাই তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা উচিত।

আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছেন যে পলক এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন। তাছাড়া, তিনি গণভবনে উপস্থিত ছিলেন যেখানে বিক্ষোভকারীদের উপর হামলার নীলনকশা তৈরি করা হয়েছিল।

গত বছর ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাসচালক মো. ইনসান আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago