নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। ছবি: স্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে তিনটি পৃথক স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টার মধ্যে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে মাইন বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন—উপজেলার আশারতলী এলাকার আলী হোসেন, লেমুতলী এলাকার আরিফ উল্লাহ ও দোছড়ি এলাকার মো. রাসেল।

আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে ও আরিফ উল্লাহ মুখে গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের ভেতরে অনুপ্রবেশ করে গরু আনার সময় সীমান্তে আরাকান আর্মিদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হন। 

ভোরের বিস্ফোরণের ঘটনায় আহত হন আলী হোসেন। সকাল ১০টার বিস্ফোরণে আহত হন আরিফ উল্লাহ। এর মাঝের কোনো এক সময়ে আরেকটি বিস্ফোরণে রাশেল আহত হন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, 'মাইন বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ডেইলি স্টারকে বলেন, 'সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে তিনটি স্থলমাইন বিস্ফোরণ হয়েছে শুনেছি।'

ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'আজ ভোর ৬টা ও সকাল ১০টার দিকে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

4h ago