৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দাবি মানতে আজ বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে অধিভুক্ত সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন।

ঢাকা কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজীব উদ্দিন বলেন, বিকেল ৪টার মধ্যে তাদের দাবি মানা না হলে, তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তাদের দাবিগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এবং উপউপাচার্য মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজের ছাত্র রাকিবের ওপর হামলার তদন্ত করতে হবে এবং নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩. সংঘর্ষের সময় ইডেন কলেজের শিক্ষার্থীদের প্রতি আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করতে হবে এবং সাত কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিতে হবে।

৫. একটি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়া সিটি করপোরেশনের সড়ক জনসাধারণের জন্য খুলে দিতে হবে।

 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

22m ago