সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম ৬ দিনের রিমান্ডে

Dr. Md. Enamur Rahman-1.jpg
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এক কর্মকর্তা জানান, ঢাকার মিরপুর এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই হকার সাগরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ডা. এনামকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪১ জনকে আসামি করা হয়।

গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ডা. এনামকে গ্রেপ্তার করে।

তিনি ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন।

তিনি ২০১৯-২০২৪ মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে এনামুর রহমানের প্রায় ছয় কোটি টাকার নগদ আমানত ও বিনিয়োগ রয়েছে।

তিনি এনাম মেডিকেল হাসপাতাল, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ এবং এনাম ক্যানসার হাসপাতালসহ বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন।

 

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago