পৃথক মামলায় আনিসুল-সালমান-আতিকসহ ৪ জন রিমান্ডে

১২ বারের মতো পেছাল শাহিন উদ্দিন হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ
স্টার ফাইল ফটো

বিভিন্ন থানায় দায়ের করা তিন মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরও দুজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।

অন্য দুজন হলেন প্রাক্তন পুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এমএ আজহারুল ইসলাম তিনটি পৃথক আবেদনের শুনানি শেষে রিমান্ড আদেশ দেন।

মামলা তিনটি যথাক্রমে বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুর থানায় দায়ের করা হয়েছিল।

গত বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে মো. আসিফের মৃত্যুর ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে তিন দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়।

এছাড়া ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাস চালক মো. ইনসান আলীকে হত্যার চেষ্টার অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আনিসুল হককে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

এছাড়া ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালেয় সুমন সিকদারের মৃত্যুর ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় আতিকুল ইসলামকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Comments