প্লে অফে ওয়ার্নার-নারাইনদের আনার চেষ্টায় রংপুর

David Warner

বিদেশি বড় তারকাবিহীন বিপিএলে প্লে অফ রাউন্ডে একাধিক মেগা তারকাকে দেখা যেতে পারে। টানা আট জয়ের পর টানা তিন ম্যাচ হেরে ধাক্কা খাওয়া রংপুর রাইডার্স বিশ্ব ক্রিকেটের চার বড় তারকাকে আনার চেষ্টা করছে।

রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা জানিয়েছে, তারা ইতোমধ্যে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, বিস্ফোরক ব্যাটার টিম ডেভিড, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনিল নারাইনের সঙ্গে প্রস্তাব দিয়েছে, এছাড়া পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকেও অ্যাপ্রোচ করেছে দলটি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ওয়ার্নার সম্প্রতি খেলেছেন বিগ ব্যাশ লিগ। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন ব্যস্ত আছেন আমিরাতের আইএল টোয়েন্টির আসরে। এই আসরে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। আবুধাবির লিগ পর্বের ম্যাচ আছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দলটি প্লে অফে উঠলে রাসেল, নারাইনকে আনার সুযোগ নেই রংপুরের। কারণ আইএল টি-টোয়েন্টির প্লে অফের খেলা হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। যেদিন শেষ হয়ে যাবে বিপিএল।

ওয়ার্নার ও টিম ডেভিড আইএল টি-টোয়েন্টিতেও আছেন। ওয়ার্নার দুবাই ক্যাপিটাল ও ডেভিড আছেন গালফ জায়ান্টসে। বিগ ব্যাশ শেষে এসব দলের হয়ে তারা খেলবেন কিনা তা নিশ্চিত নয়। আবার এই দুই দলের প্লে অফের উপরও নির্ভর করছে তাদের সিদ্ধান্ত। রংপুর এই তারকাদের আনার চেষ্টা করলেও নিশ্চিতভাবেই তারা যে ফাঁকা আছেন তা বলার উপায় নেই। 

বিপিএলে এবারের আসরে শুরুতে দুর্বার ছন্দে ছিলো দলটি। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করে তারা। কিন্তু এরপরই হেরেছে টানা তিন ম্যাচ। আলেক্স হেলস প্রথম দিকে ছয় ম্যাচ খেলে ফিরে গেছেন। পাকিস্তানের ক্যাম্পে ডাক পাওয়ায় চলে গেছেন খুশদিল শাহও।

খুশদিলকে নিয়ে পুরো আসরের পরিকল্পনা থাকায় সেখানে একটা ধাক্কা খায় রংপুর। এই ঘাটতি পূরণের চেষ্টা চালাচ্ছে তারা।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

10h ago