চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল পাকিস্তান

ছবি: এক্স

আসরের কিছু অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দল পাকিস্তান। শিরোপা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বোচ্চ চেষ্টায় করবে দলটি। তাই তারকা খেলোয়াড়দের নিয়ে আসরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে।

তবে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই দল একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে, যা অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। এই সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সবশেষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত শেষ ওয়ানডে সিরিজে দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মাকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ এবং সাউদ শাকিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'এ' গ্রুপে খেলবে এবং ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য পাকিস্তানের স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।

Comments

The Daily Star  | English
The bold move to a flexible exchange rate regime

The bold move to a flexible exchange rate regime

With the central bank agreeing to go for a flexible exchange rate, the IMF will disburse the fourth and fifth instalments in June this year.

9h ago