বিপিএল

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, বিসিবির বিবৃতি

ছবি: ফিরোজ আহমেদ

চলমান বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন দেশি-বিদেশি খেলোয়াড়ের বিরুদ্ধে। ইতোমধ্যে ১০ জনের নাম উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেই তালিকায় থাকা এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরও ছড়িয়ে পড়েছিল। তবে বিসিবির পক্ষ তা উড়িয়ে দেওয়া হয়েছে।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়ার কথা তাদের জানা নেই। এর আগে সকালে দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দুর্বার রাজশাহীর ব্যাটার বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়েছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট।

বিবৃতিতে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর প্রত্যাখ্যান করা হয়েছে, 'সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সাথে লক্ষ করেছে যে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডের সদস্য এনামুল হক বিজয়কে দুর্নীতি দমন কোড সম্পর্কিত আইনি ইস্যুর কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 'দেশের বাইরে ভ্রমণ বা দেশত্যাগে নিষেধাজ্ঞা' দিয়েছে। বিসিবি স্পষ্টভাবে বলতে চায় যে, তার বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ গ্রহণের কথা তাদের জানা নেই এবং নিশ্চিত করছে যে, এই মুহূর্তে তাকে দেওয়া অফিসিয়াল নিষেধাজ্ঞার বিষয়ে কোনো বার্তা তারা পায়নি।'

বিসিবি আরও জানিয়েছে, দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করবে তারা, 'বিপিএলে সম্ভাব্য দুর্নীতি নিয়ে উদ্বেগের বিষয়ও গণমাধ্যমে উঠে এসেছে। বোর্ড এই খেলার বিশুদ্ধতা ও চেতনা বজায় রাখার জন্য তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। সদস্য দেশগুলোর জন্য আইসিসির দুর্নীতি বিরোধী যে কোড রয়েছে, তা বিসিবি কঠোরভাবে মেনে চলে এবং যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি বজায় রাখে।'

ওই কমিটি কত সদস্যের হবে বা কীভাবে কাজ করবে তা বিস্তারিত জানায়নি বিসিবি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, 'বিসিবি একটি সুষ্ঠু ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করার জন্য নিবেদিত এবং বাংলাদেশে খেলাধুলার বিশুদ্ধতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা অব্যাহত রাখবে।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago