আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ইজতেমার ময়দানে আখেরি মোনাজাত। ছবি: আমরান হোসেন/স্টার
ইজতেমার ময়দানে আখেরি মোনাজাত। ছবি: আমরান হোসেন/স্টার

দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 

শূরায়ে নেজামীর শীর্ষ মুরুব্বি মাওলানা কেফায়েত উল্লাহ বলেন,আজ রোববার সকাল ৯টায় শুরু হয়ে ৯টা বেজে ৩৫ মিনিটে মোনাজাত শেষ হয়। 

আজ রোববার ভোর ৪ টা থেকে সারাদেশের মুসুল্লিদের ইজতেমা মাঠে জমায়েত হতে দেখা যায়। 

আখেরি মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জোবায়ের।

আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশ নিতে আসতে দেখা গেছে।

ইজতেমার মেডিক্যাল ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'এবার ২২টি চিকিৎসা কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে।'

সড়কে যান চলাচল বন্ধ

ইজতেমায় আগত মুসুল্লিদের ঢল। ছবি: আমরান হোসেন/স্টার
ইজতেমায় আগত মুসুল্লিদের ঢল। ছবি: আমরান হোসেন/স্টার

জিএমপি জানায়, শনিবার মধ্যরাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

এসময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে জিএমপি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago