পুলিশের কাছ থেকে অপহরণ মামলার আসামি ছিনিয়ে নিলেন স্বজনরা

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা।

একটি অপহরণ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মো. সুমনকে (২২) গ্রেপ্তার করেছিল।

সুমনের বাড়ি ওই উপজেলার বনগাঁও মৌলভীপাড়া গ্রামে। তার বাবার নাম হায়াত আলী।

আজ সোমবার হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'গত রাতে সিআইডির পাঁচ সদস্যের একটি দল উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দীনের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। এরপর একটি মাইক্রোবাসে নিয়ে ফেরার পথে বনগাঁও বাজারে সুমনের স্বজন ও এলাকাবাসী পুলিশের গাড়ি থামায় এবং বাকবিতণ্ডা শুরু করে।'

'এক পর্যায়ে আরও লোকজন জড়ো হলে তারা গাড়ি ভাঙচুর করে এবং চালককে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর থানা পুলিশের একটি দল সিআইডি সদস্যদের উদ্ধার করে,' বলেন তিনি।

সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামের এক কিশোরী অপহরণ হয়। পরিবারের সদস্যরা ওই দিনই সুমনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

শুরুতে মামলাটি রাণীশংকৈল থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে তদন্তের ভার ‍পায় সিআইডি।

সিআইডির সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'রাণীশংকৈল থানার উপপরিদর্শক মো. নাদিরুল মুরাদ মামলাটি তদন্ত করে গত বছরের ২৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সেখানে সুমন ও অন্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাদী আপত্তি জানালে আদালত সিআইডিকে মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব দেন।'

যোগাযোগ করা হলে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago