সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘বিএনপি কর্মীদের’ হামলায় ৩ সাংবাদিক আহত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার। ছবি: এমরান হোসেন/ স্টার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পাবনা থেকে আসা বিএনপির একদল নেতাকর্মীর হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার অভিযোগ  উঠেছে। 

আজ বুধবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আখতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৯৪ সালে পাবনায় বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় হাইকোর্ট রায় ঘোষণার সাংবাদিকরা অ্যানেক্স ভবনের সামনে আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে এক যুবক আদালতের সামনে সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তর্কাতর্কি শুরু করে। পাবনা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের একটি অংশ তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ঘুষি, লাথি দেয়।

হামলায় সাংবাদিক জাভেদ আখতার ছাড়াও এনটিভির সাংবাদিক এ কে এম রফিকুল ইসলাম ওরফে হাসান জাবেদ এবং দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু আহত হন।

পরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, সাংবাদিকরা ব্রিফিং বর্জন করেন এবং অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

Comments

The Daily Star  | English

Judicial inquiry ordered into attack on Nur

No force can prevent the national election, scheduled for early February, says CA's press secretary

2h ago