রংপুরের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সোহান

গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতে বিপিএলে চ্যাম্পিয়নদের মতই শুরু করেছিল রংপুর রাইডার্স। টানা আট ম্যাচ জিতে সবার আগে সেরা চার নিশ্চিত করে ফেলে তারা। কিন্তু এরপর আর একটি ম্যাচেও জয় পায়নি! এলিমিনেটর রাউন্ডে হেরেই বিদায় নেয় দলটি। এমন ব্যর্থতায় দায় নিজের কাঁধে নিয়ে রংপুরের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

অথচ এলিমিনেটর রাউন্ডের ম্যাচে নিজেদের শক্তি আরও বাড়িয়েছিল রংপুর। নতুন করে তিন বিদেশি তারকা জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ডেভিডকে উড়িয়ে আনা হয়। কিন্তু এই তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তিও হারের বৃত্ত ভাঙতে পারেনি। মাত্র ৮৫ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটের বড় হারের স্বাদ নিয়ে আসর থেকে বিদায় নেয় দলটি।

দলের এমন হারের পর স্বাভাবিকভাবেই চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষকরে বাঁচা-মরার এই ম্যাচে বেশ কিছু ঝুঁকি নিয়েছিল তারা। শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে তারা খেলিয়েছিল চার ও পাঁচে। উল্টো দ্রুত আউট হয়ে দলকে ফেলেছেন চাপে। সেই চাপ থেকে আর উতরাতে পারেনি তারা।

বুধবার সামাজিকমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সোহান লিখেছেন, 'প্রিয় রাইডার্স ভক্তরা, এটি আমার ব্যর্থতা, এবং এর সম্পূর্ণ দায় আমি স্বীকার করছি। আমি প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে পৌঁছাতে পারিনি। ভবিষ্যতে আমি দলের অংশ থাকি বা না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভকামনা চিরদিন থাকবে। এই দলের অংশ হতে পেরে এবং এত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।'

'আমি চেয়েছিলাম রংপুর রাইডার্স দারুণ পারফরম্যান্স করুক এবং ফাইনালে পৌঁছাক— বিশেষ করে আমাদের অনুগত সমর্থক ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের ভালোবাসা ও প্রতিশ্রুতির কারণেই। আমি সততা ও কঠোর পরিশ্রমের সঙ্গে আমার সর্বোচ্চটা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত, তা যথেষ্ট ছিল না। আমি আবারও দুঃখিত,' যোগ করেন রংপুর অধিনায়ক।

Comments