চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন বাংলাদেশের সৈকত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। এরমধ্যেই শুরু হয়ে গেছে এর দামামা। এই আসরকে সামনে রেখে আজ বুধবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা -আইসিসি। যেখানে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

শুরুতে পাকিস্তানে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত তাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট চারটি ভেন্যুতে হবে মাঠের লড়াই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।

এদিন নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ১২ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির নাম জানায় আইসিসি। এই আম্পায়ারদের ছয়জন দায়িত্ব পালন করেছিলেন সবশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

১০৮টি ওয়ানডে পরিচালনা করা অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সঙ্গে ২০১৭ সালের আসরে দায়িত্ব পালন করা ক্রিস গাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল এবং রড টাকার রয়েছেন তালিকায়। এরা সবাই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সের সদস্য।

২০২৩ সালের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে একসঙ্গে দায়িত্ব পালন করা কেটেলবোরো ও ইলিংওয়ার্থের সঙ্গে এবার যোগ দিচ্ছেন মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, শরফুদ্দৌলা ইবনে শহীদ, অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসন— যারা সবাই ভারতের বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিদের তিন সদস্যের দলটি গঠন করেছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। এরমধ্যে বুন ২০১৭ সালের ফাইনালের রেফারি ছিলেন, আর পাইক্রফটও সেই আসরে দায়িত্ব পালন করেছিলেন। মাদুগালে ২০১৩ সালের ফাইনালে রেফারির দায়িত্ব পালনের পর এবার আবারও ফিরছেন।

আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago