তোমরা সবকিছু দেখো, যা দেখার দরকার নেই: মদ্রিচ

শেষ মুহূর্তের গোলে লেগানেসের বিপক্ষে জয় তুলে কোপা দেল রে'র সেমি-ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। চোট জর্জরিত দলটির জন্য স্বাভাবিকভাবেই স্বস্তির খবর। কিন্তু এমন রোমাঞ্চকর জয় ছাপিয়ে মূল আলোচনা ভিনিসিয়ুস জুনিয়রকে লুকা মদ্রিচের করা বকাঝকা নিয়ে। তবে এই বিষয় নিয়ে আলোচনা পছন্দ হয়নি এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের।

এস্তাদিও মিউনিসিপাল দে বুটারকেতে বুধবার রাতে কোপা দেল রে'র কোয়ার্টার-ফাইনালে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই মদ্রিচ ও এন্দ্রিকের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। তবে দুই অর্ধে একটি করে গোল করে দলকে সমতায় ফেরান লেগানেসের হুয়ান ক্রুস। তবে ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গনসালো গার্সিয়ার শেষ মিনিটের গোলে উল্লাসে মাতে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচে গোল না পেলেও দারুণ খেলেছেন ভিনিসিয়ুস। ৬৪তম মিনিটে গোল পেতেও পারতেন। তার চমৎকার শট পোস্টে লেগে ফেরত আসে। ৭৫তম মিনিটে ব্রাহিম দিয়াজকে দুর্দান্ত একটি পাস বাড়ান, কিন্তু আবারও বল গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে তার পারফরম্যান্সের সঙ্গে আলোচনায় শেষ পাঁচ মিনিটে মদ্রিচের সঙ্গে তার উত্তপ্ত বিতর্ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ভিনিসিয়ুসকে রক্ষণে সাহায্য করতে বলেন মদ্রিচ, বিশেষ করে লেগানেসের পাল্টা আক্রমণের ঝুঁকির সময়। তবে এই ক্রোয়েট তারকার নির্দেশ মানতে খুব একটা আগ্রহী ছিলেন না ভিনি, যা মদ্রিচকে ক্ষুব্ধ করে তোলে। মুহূর্তটির ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ভিনিসিয়ুসের ওপর রাগান্বিত হয়েছিল মদ্রিচ? আমি জানি না আসলে কী হয়েছিল, তবে যদি মদ্রিচ কিছু বলে থাকে, তাহলে সেটা অবশ্যই সঠিক। আমি সবসময় মদ্রিচের পক্ষেই থাকব।'

ক্রোয়েশিয়ান তারকাও ম্যাচে ভিনিসিয়ুসের সঙ্গে হওয়া বকাবকির বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। বুটারকে স্টেডিয়ামের মিশ্র অঞ্চল দিয়ে যাওয়ার সময় মদ্রিচকে ভিনিসিয়ুসের সঙ্গে বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে, অটোগ্রাফ দিতে দিতে বলেন, 'আমি ভিনির সঙ্গে খারাপ ব্যবহার করব কেন? ফুটবলে এসব হয়েই থাকে, ভাই... তোমরা সবকিছু দেখো, যা দেখার দরকার নেই।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago