মুক্তির জন্য আরও ৩ জিম্মির নাম প্রকাশ করল হামাস

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজার যুদ্ধবিধ্বস্ত জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে আসার দৃশ্য। ছবি: এএফপি

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা আরও তিনজনকে আজ শনিবার মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস।

হামাসের পক্ষ থেকে ওই তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন­— এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি।

বিবিসির প্রতিবেদন বলছে, এই তিনজনের মুক্তির বিনিময়ে ইসরায়েলে বন্দি থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েল ৩৮৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

তিন সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষে ৩৩ জন জিম্মি এবং ১ হাজার ৯০০ বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইসরায়েল বলছে, ওই ৩৩ জনের মধ্যে আটজন মারা গেছেন।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জন জিম্মিকে আটক করে এবং প্রায় ১,২০০ জনকে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে গাজায় টানা অভিযানে ব্যাপক গণহত্যা চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ইসরায়েলের এ অভিযানে অন্তত ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আর জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago