দোকানে ৭০টি মরা মুরগি, লাখ টাকা জরিমানা

সাভারে মরা মুরগি বিক্রির দায়ে মেসার্স আমির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইয়াসিন হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সাভারের নামা গেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
সাভারের এ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় দোকানটিতে ৭০টি মরা মুরগি পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ব্যবস্থাপককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান আবু বকর সরকার।
Comments