কোনো অপরাধীকে রাস্তায়-মাঠে-ময়দানে-রাজপথে দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টিভি থেকে নেওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। তাদের বিচার নিশ্চিত করতে চাই।'

আজ মঙ্গলবার সকালে রাজারবাগে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

'ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযান সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হেডকোয়ার্টাসে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে এর সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনায় সমন্বয় করবেন।

তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হাত থেকে কোনো ডেভিল যেন রেহাই না পায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনজীবীদের আমি বলব আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলার ধার্য তারিখে ও সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে সব সময় যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সবোর্চ্চ সতর্ক থাকুন।

Comments

The Daily Star  | English

No agreement on ‘humanitarian corridor’ for Rakhine: national security adviser

Khalilur clarified that UN secretary-general did not use the term "corridor", which he said carries specific implications

59m ago