চ্যাম্পিয়ন্স ট্রফি

নাহিদ রানাসহ যে ছয়জন এবার আলো কাড়তে পারেন

six promising star at CT

বুধবার থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিষ্ঠিত বড় তারকাদের দিকেই সবার নজর থাকবে। বিরাট কোহলি, স্টিভ স্মিথ কিংবা বাবর আজমরা কেমন করেন তা নিয়েই হয়ত আগ্রহ মানুষে বেশি। তবে আড়ালে থেকে বেরিয়ে বড় মঞ্চ মাতাতে পারেন কয়েকজন অনভিজ্ঞ তারা। এমন ছয়জনের কথা একটু আলোচনা করা যাক।

বরুন চক্রবর্তী (ভারত)

অফ স্পিনার বরুন চক্রবর্তী শুরুতে ভারতের স্কোয়াডে ছিলেন না। ব্যাকআপ ওপেনার যশ্বসি জয়সওয়ালকে বাদ দিয়ে তাকে দলে নেয় ভারত। ৩৩ পেরুনো বরুনকে তরুণ বলার উপায় নেই, তবে স্রেফ এক ওয়ানডে খেলায় অনভিজ্ঞ তো বলতেই হয়।

ব্যাটার কমিয়ে বরুনকে দলে নেওয়ার কারণ হিসেবে কোচ গৌতম গম্ভীর মাঝের ওভারের কার্যকারিতার দিক ইঙ্গিত করেন। যদিও বরুনের ভারতের একাদশে জায়গা পাওয়াই কঠিন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ খেলবে দুবাইতে।  দুবাইর উইকেট বরুনের জন্য হবে আদর্শ। যদি সুযোগ পান 'এক্স-ফ্যাক্টর' হওয়ার সামর্থ্য আছে তার। যেই ঝলক তিনি নিয়মিতই দেখাচ্ছেন টি-টোয়েন্টিতে।

তাইয়েব তাহির (পাকিস্তান)

২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়িয়ে নজরে আসেন মিডল অর্ডার ব্যাটার তাইয়েব তাহির। দুই বছর আগে ইমার্জিং এশিয়া কাপ খেললেও বয়সে তিনিও তরুণ নন। ৩১ পেরুনো ব্যাটার স্কোয়াডে পাকিস্তানের একাদশেও নিয়মিত ঠাঁই পাচ্ছেন। ত্রিদেশীয় সিরিজে বড় ইনিংস খেলতে না পারলেও শুরুটা ভালো কিছুর আভাস দিয়েছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহির হতে পারেন চমক।

টম ব্যান্টন (ইংল্যান্ড)

টোম ব্যান্টনের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলারই কথা ছিলো না। আরেক তরুণ সেনসেশন জ্যাকব বেথেল চোটে পড়ায় সুযোগ এসেছে তার। কুড়ি ওভারের ক্রিকেটে পরিচিতি পাওয়া বান্টন একদম আনকোরা নন। তবে আন্তর্জাতিক মঞ্চে বড় কিছু করা হয়নি তার। মিডল অর্ডারে ইংল্যান্ডের পথচলায় ডানহাতি ২৬ বছর বয়েসী ব্যাটার রাখতে পারেন বড় ভূমিকা। স্পিন ও পেস বলে দাপট দেখানোর পারদর্শিতায় মাঝের ওভারে তিনি হতে পারেন মোড় নির্ধারক।

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)

মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসরা না থাকায় এবার অস্ট্রেলিয়ার ব্যাটিং বেশ নড়বড়ে। সেখানে আশার ছবি হতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ৭ ওয়ানডে খেলে যদিও এখনো কিছু করতে পারেননি। তবে টি-টোয়েন্টিতে আগ্রাসী খেলা টপ অর্ডার ব্যাটার পাকিস্তানের উইকেটে দারুণ কিছু করবেন বলে বিশ্বাস করেন স্টিভ স্মিথ। ম্যাকগার্ক আলো ছড়াতে পারলে অনেক ঘাটতি নিয়েও লড়াই জমাতে পারবে অস্ট্রেলিয়া।

উইল ও'রর্কি (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের পেস আক্রমণের হাল অনেক বছর ধরে রেখেছিলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। এই দুই অভিজ্ঞ সরে যাওয়ার পর ভরসার নাম হতে চলেছেন উইল ও'রর্কি। লকি ফার্গুসনের সঙ্গে মিলে নতুন বলে তিনি এখন ঝাঁজালো পারফর্মার। ছয় ফিট ৪ ইঞ্চি উচ্চতার উইল সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে দেখান ঝলক। ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে ৪৩ রানে নেন ৪ উইকেট। পাকিস্তানের কন্ডিশনে তাল পেয়ে যাওয়া এই পেসার মাতাতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি।

নাহিদ রানা (বাংলাদেশ)

নাহিদ রানা বাংলাদেশের একদম ব্যতিক্রম প্রতিভা। বাংলাদেশের কোন পেসার ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন এটা দুই-তিন বছর আগেও বিশ্বাস করার মতন বাস্তবতা ছিলো না। ২২ বছর বয়েসী নাহিদ গতির ঝড়ে ইতোমধ্যে নজর কেড়েছেন। টেস্ট দিয়ে শুরু করেছিলেন এবার সাদা বলেও রেখেছেন পা। পাকিস্তানের মাঠে টেস্টে তার নৈপুণ্য অনেক কিংবদন্তির নজর কেড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদ হতে পারেন বাংলাদেশের তরুপের তাস। মাঝের ওভারে গতি দিয়ে ব্রেক থ্রো আনার সামর্থ্য আছে তার। বাংলাদেশ বড় কোন চমক দেখালে সেখানে নাহিদের অবদান থাকতে পারে।

Comments

The Daily Star  | English

In coffins, from faraway lands

Kazi Salauddin, a 44-year-old man from Cumilla, migrated to Saudi Arabia in October 2022, hoping to secure a bright future for his family. But barely a year later, Salauddin, the father of two daughters and a son, died suddenly.

8h ago