ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০

Road accident logo
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় আটজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নির্মাণ শ্রমিক নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন এবং মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

আমাদের ফেনী সংবাদদাতা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ও ভাঙ্গার তাকিয়া এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত হয়েছেন মো. আরিফ, জাহাঙ্গীর, সোহাগ, নুর উদ্দিন, নাজমুল ও মহিউদ্দিন। তাদের মধ্যে মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকি পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় আহত নাগর মাঝি জানান, সীতাকুণ্ড থেকে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মিশ্রণ যন্ত্রসহ পিকআপে করে শ্রমিকরা ফেনীতে যাচ্ছিলেন। পিকআপটি ঢাকামুখি লেনে ফেনীর লেমুয়া সেতু পার হওয়ার পর বাম চাকা বিকল হয়ে যায়। তাৎক্ষণিক ঢালাই মিশ্রণ যন্ত্রটিসহ পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে যায়। এ সময় পিছন থেকে অপর একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদুল হক বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, 'ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুটি পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় অজ্ঞাত গাড়ির পেছনে মোটরসাইকেলের ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা তাদের ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথেই দুজন মারা যান।

নিহতরা হলেন—গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২৪)।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শওকত হোসেন বলেন, 'দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ধারনা করছি, মোটরসাইকেলটি কোনো গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল।'

Comments

The Daily Star  | English
Pakistan foreign minister Bangladesh visit postponed

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago