নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম চার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।

রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া।

এছাড়াও মামলার অপর সাত জনকেও অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

তারা হলেন- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক এবং নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক সভাপতি কাশেম শরীফ।

তাদের মধ্যে কামাল, মইনুল এবং কাশেম পলাতক এবং রায়ের সময় অন্য চারজন উপস্থিত ছিলেন।

খালাসের আদেশের পর, খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, অবশেষে তারা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে কেবল রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago