চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণ ও নাহিদকে নিয়ে অনেক আগ্রহ

Nahid Rana

সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে হলো একাধিক প্রশ্ন। নাজমুল হোসেন শান্তকে জানাতে হলো বাংলাদেশের পেস বিপ্লবের পেছনের গল্পও। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দল নিয়ে আগ্রহের পুরোটা জুড়ে যেন নাহিদ ও পেস বিভাগ।

এক সময় ভালো মানের পেসারের অভাবে স্পিন সর্বস্ব দল গড়ত বাংলাদেশ৷ পেসারের ঘাটতি টের পাওয়া যেত খেলার মাঝেও। সেই দিন বদলে গেছে। এখন কাকে রেখে কোন পেসার খেলানো হবে তা নিয়ে হয় আলোচনা।

বৃহস্পতিবার দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে বাংলাদেশ। নামে ভারে শক্তিতে অনেকখানি এগিয়ে ভারত ৷ বাংলাদেশের সম্ভাবনা যতটুকু তা বোধহয় পেস বিভাগ নিয়ে।

যেখানে স্পার্ক হিসেবে আছেন ২২ পেরুনো তরুণ নাহিদ। শান্ত জানান বেশ কিছু মানসম্পন্ন পেসার থাকায় এখন তাদের দলের আদল দারুণ, 'এক সময় আমরা আমাদের পেস আক্রমণ নিয়ে সংগ্রাম করতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা কিছু মানসম্পন্ন ফাস্ট বোলার পেয়েছি। এখন নাহিদ রানা, তাসকিন (আহমে) যেভাবে বল করছে তাতে অনেক সাহায্য হয়। অধিনায়ক হিসেবে ফাস্ট বোলিং দেখতে ভালোবাসি। তাই আমি সত্যিই খুশি যে আমাদের  ভালো ফাস্ট বোলিং ইউনিট আছে। তারা রাতের আলোয় বল সুইং করতে পারে। যদি তারা ভালো জায়গায় বল করে, তবে এটি আমাদের দলকে সাহায্য করবে।'

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর গতির ঝড়ে আলোচনায় আসেন নাহিদ। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেশি গতিতেও বল করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিশীল বোলার নিসন্দেহে তিনিই। 

গতির কারণেই বিদেশি সাংবাদিকদের কাছে আগ্রহের তুঙ্গে নাহিদ। আরেক প্রশ্নের জবাবে তাকে পাওয়ার আনন্দের কথা জানান শান্ত, 'হ্যাঁ, খুব খুশি (নাহিদকে পেয়ে)। আমার মনে হয় গত কয়েক ম্যাচে সে সত্যিই ভালো বল করেছে এবং গতিময় বোলিং করেছে। যেমনটা আপনি উল্লেখ করেছেন। যখন আমরা মাঠে তাকে এভাবে বোলিং করতে দেখি তখন এটি আমাদের পুরো বোলিং ইউনিটকে সাহায্য করে। আমাদের অনুপ্রাণিত করে যে আমরা কীভাবে প্রতিপক্ষকে অনেক চ্যালেঞ্জ জানাতে পারি। এটি এমন একটি ব্যাপার যা আমরা সত্যিই উপভোগ করি। তবে আমি যা চাই, তা হলো তাকে ফিট থাকতে হবে এবং সে যেন তার বোলিং ফর্ম ধরে রাখতে পারে। আশা করি সে তা ধরে রাখবে। আমাদের আরও দুই-তিনজন ফাস্ট বোলারও আছে। আমাদের বেশ ভালো বোলিং ইউনিট। আশা করি তারা তাদের ছন্দ ধরে রাখবে।' 

ভারতে বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে নাহিদের। এবার সাদা বলে সুযোগ পেলে তার কাছে থেকে চাওয়াটা জানিয়ে দিলেন শান্ত, 'সম্প্রতি সে তাদের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছে। কিছুটা অভিজ্ঞতা আছে তবে তাকে আগামীকাল পারফর্ম করতে হবে। সে এমনিতে প্রতিপক্ষের দলে কারা আছেন তা নিয়ে ভাবে না। সে শুধু ভাবে কীভাবে পরিকল্পনা কার্যকর করতে হয়। সে যদি আগামীকাল খেলে, তার পরিকল্পনা কার্যকর করবে এবং দলের জন্য ভালো করার চেষ্টা করবে।' 

শান্ত টের পাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফোকাস থাকবে রানার উপর। তবে সেটা যেন চাপ না হয় তাও খেয়াল রাখছেন তিনি,  'রানার উপর অবশ্যই কিছুটা অতিরিক্ত মনোযোগ থাকবে। তবে সে কখনই অনুভব করে না যে সে এত বড় টুর্নামেন্টে আসার কারণে চাপের মধ্যে আছে। সে খুব স্বাভাবিক থাকে। সে ঠিকঠাক অনুশীলন করছে। অবশ্যই, যদি সে আগামীকাল খেলার সুযোগ পায়, আমি বিশ্বাস করি সে তার সেরাটা দেবে।' 
 

Comments

The Daily Star  | English

India restricts land port imports of Bangladesh’s RMG, food

India has imposed new restrictions on the imports of key goods from Bangladesh, including garments and agro-processed food, through land ports, a move expected to disrupt trade flows and add logistical hurdles for exporters..According to a notification issued today by India’s Directorate G

1h ago