বুধবার অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৫৮৩

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে সারাদেশে এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

ডেভিল হান্ট অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের ছুরি ও একটি স্টিলের কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়। একইদিন অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় আরও এক হাজার ১৪১ জনকে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

1h ago