মিশরে সাড়ে ৩ হাজার বছর আগের ফেরাউন রাজার সমাধি আবিষ্কার

লুক্সরে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি। ছবি: এএফপি
লুক্সরে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি। ছবি: এএফপি

মিশর ও যুক্তরাজ্যের যৌথ অভিযানে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের প্রাচীন সমাধি খুঁজে পাওয়া গেছে। প্রায় ১০০ পর নতুন করে এ ধরনের প্রাচীন কোনো শাসকের সমাধি আবিষ্কৃত হলো।

আজ বৃহস্পতিবার মিশরের পর্যটন ও প্রত্নতত্ব মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রায় তিন হাজার ৫০০ বছর আগে রাজত্ব করতেন রাজা দ্বিতীয় থুতমোস।

১৯২২ সালে সর্বশেষ রাজা তুতানখামেনের সমাধি আবিষ্কার হয়েছিল দেশটিতে।  

মিশরের ১৮তম রাজবংশের বাকি সব শাসকের সমাধি খুঁজে পাওয়া গেলেও এতদিন পর্যন্ত দ্বিতীয় থুতমোসের সমাধি লোকচক্ষুর অন্তরালে ছিল।

'রাজাদের উপত্যকা' নামে পরিচিত এলাকার পশ্চিমে এই সমাধি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রত্নতত্ত্ববিদরা আলাবাস্টর পাথরের শিলালিপিতে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানী হাতশেপসুটের নাম দেখে সমাধিস্থল চিহ্নিত করেন। প্রাচীন মিশরের হাতে গোনা কয়েকজন নারী শাসকের অন্যতম ছিলেন হাতশেপসুট।

লুক্সরে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি থেকে উদ্ধার করা উপকরণ । ছবি: এএফপি
লুক্সরে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি থেকে উদ্ধার করা উপকরণ । ছবি: এএফপি

তুতানখামেনের পূর্বপুরুষ ছিলেন দ্বিতীয় থুতমোস। তার সৎ বোন ও স্ত্রী ছিলেন হাটশেপসুট।

হাতশেপসুটের সুবিশাল সমাধি ও মন্দিরটি লুক্সরে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। দ্বিতীয় থুতমোসের সমাধি থেকে সেটি অল্প কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

সমাধিস্থলে প্রত্নতত্ববিদরা শেষকৃত্যের কাজে ব্যবহার হয় এমন আসবাবপত্র, নীল রঙের ছবি আঁকা হামানদিস্তার অংশবিশেষ, হলুদ তারা ও ধর্মীয় লেখনী খুঁজে পেয়েছেন।

রাজা থুতমোসের মৃত্যুর অল্প সময় পর প্রাচীন মিশরে বন্যা দেখা দেওয়ায় সমাধিস্থলটি ভালো ভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

Comments