খালের পাশে পড়েছিল ৩ যুবকের গুলিবিদ্ধ মরদেহ, গণমাধ্যমকর্মীদের ফোনে ‘উড়ো এসএমএস’

Jhinaidoho_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি খালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাত ১২টার পর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি খালের পাশ থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে দুটি মোটরসাইকেল ছিল।'

শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ ডেইলি স্টারকে জানিয়েছেন, নিহত তিনজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া বলেন, 'নিহত তিনজনের মধ্যে একজনের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায়। তার নাম হানিফ। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।'

নিহত বাকি দুইজন অন্য এলাকার বাসিন্দা বলে মনে করছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদ সদস্য পলাশ উদ্দিন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'ছবি দেখে তাদের কাউকেই চিনতে পারছি না। ধারণা করছি, বাইরে থেকে তাদের ধরে এনে হত্যা করা হয়েছে।'

এদিকে এই হত্যার দায় নিয়ে একাধিক গণমাধ্যমকর্মীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। বার্তা প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে কালু। দলীয় পরিচয় উল্লেখ করা হয়েছে জাসদ গণবাহিনী।

ওই এসএমএসে নিহত হানিফের নাম উল্লেখ করা হয়েছে এবং হানিফের সহযোগীদের সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ডেইলি স্টারকে বলেন, 'এ রকম এসএমএসের ব্যাপারে আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago