যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শেষ ৬ জিম্মিকে মুক্তি দিলো হামাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শেষ ছয় জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।
আজ শনিবার আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিন প্রথমে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ থেকে রেড ক্রসের কাছে দুই জিম্মিকে হস্তান্তর করে হামাস। এরপর গাজার নুসাইরাত থেকে আরও তিনজনকে মুক্তি দেয়। সর্বশেষ বন্দি মুক্তি পায় গাজা থেকে।
ছয়জনের মধ্যে চারজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহরণ করেছিল হামাস। বাকি দুজন প্রায় এক দশক ধরে হামাসের হাতে বন্দি ছিল।
আল জাজিরা জানায়, আজ মোট ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ইসরায়েলের কারাগার থেকে ৪৯১ জন ফিলিস্তিনি বন্দিকে গাজায় স্থানান্তরের ব্যবস্থা করছেন রেড ক্রসের কর্মীরা। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে।
Comments