আশুলিয়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

আজিজুর রহমান আজাদ। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ। দুর্বৃত্তদের মারধরে আজাদের মা এবং স্ত্রীও আহত হয়েছেন।

ঘটনার পর গুলিবিদ্ধ আজাদকে উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

স্বজনরা জানান, শনিবার রাতে আশুলিয়ার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন আজাদ। রাতে তিনি ছিলেন বাড়ির তৃতীয় তলায়। রাত পৌনে ৩টার দিকে বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘর থেকে শব্দ পেয়ে নিচে নামেন আজাদ। সেই সময় রান্নাঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। তার দুই পায়ে তিনটি গুলি লাগে। সেই সময় অভিনেতা আজাদের মা ও স্ত্রী সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এক পর্যায়ে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অভিনেতা আজাদসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আজাদের বড় বোন আফরিনা আক্তার বলেন, কারা হামলা করেছে সেটি আমরা নিশ্চিত না। রান্নাঘরে শব্দ শোনার পর সেখানে গিয়ে দেখি আজাদের পায়ে গুলি করা হয়েছে। ভাবি ও মা সেখানে গেলে তাদেরও আঘাত করা হয়। রান্নাঘরে তিনজন ছিল। পরে দুর্বৃত্তরা আরও ১০/১৫ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিনেতা আজাদের বাম পায়ে দুইটি এবং ডান পায়ে একটি গুলি লেগেছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, বাড়ির দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে দুই জন রান্না ঘরে ঢুকে। বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গেলে অভিনেতা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। তার স্ত্রীকে রান্না ঘরে থাকা কড়াই দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যান। ঘটনাটি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

'আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমাদের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে', বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

9h ago