সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৭

প্রতীকী ছবি | স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে সাভারের হেমায়েতপুর নালিয়াশুর এলাকায় নোয়াব আলীর একতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দগ্ধরা হলেন—জিসান (২০), সোলেমান (১৮), শিল্পী (৪০), তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) ও সুজাত মোল্লা (২৭)। তারা সবাই আত্মীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতদের প্রতিবেশী মো. আকাশ বলেন, 'সন্ধ্যায় অতিথিদের বিদায় দিতে বাহিরে যান বাড়ির মালিকের পরিবারের কয়েকজন সদস্য। এ সময় তালাবদ্ধ রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ আসায় পরিবারের অন্য সদস্যরা সেটি খুলতে যান এবং চাবি খুঁজে না পেয়ে তালা ভাঙার চেষ্টা করেন। তালা ভাঙার জন্য বারি দিতেই বিস্ফোরণ ঘটে। এতে রুমের আশেপাশে থাকা সাত জন দগ্ধ হন।'

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ সাত জনকে পেয়েছি। তাদেরকে হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরে ৫ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।'

Comments

The Daily Star  | English

Trump, not Putin, budges

Donald Trump wanted to go bold -- a high-pomp, high-stakes summit with Vladimir Putin to test whether the Russian leader would compromise on the Ukraine war.

Now