যুক্তরাষ্ট্র-ওমানের সঙ্গে পাকিস্তানের তুলনা দিলেন ক্ষুব্ধ ওয়াসিম আকরাম

ভারতের কাছে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। একপেশে হারের পর দেশটির সাবেক ক্রিকেটাররা চরম ক্ষুব্ধ। ওয়াসিম আকরাম তাদের বোলারদের সমালোচনা করেছেন তীব্রভাবে। পাকিস্তানি বোলারদের থেকে যুক্তরাষ্ট্র ও ওমানকে এগিয়ে রেখেছেন এই কিংবদন্তি। সঙ্গে পাকিস্তানের ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ওয়াসিম।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানে হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। মোহাম্মদ রিজওয়ানের দল কিউইদের থামাতে পারেনি ৩২০ রানের আগে। ভারতের বিপক্ষেও পাকিস্তানের বোলিং আক্রমণ নির্বিষ থেকেছে।

ড্রেসিংরুম অনুষ্ঠানে আলোচনার সময় বিরক্তির সুরে ওয়াসিম বলেছেন, 'যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। সবশেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। প্রতি উইকেটে ৬০ রান! আমাদের গড় ওমান এবং যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। যে ১৪ দল ওয়ানডে খেলে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় বাজে।'

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যাটাররা বেশ রয়েসয়ে খেলেছেন। দুটি ম্যাচেই অতিরিক্ত ডট দিয়েছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক ওয়াসিম চান বড়সড় পরিবর্তন, 'শেষ কয়েক বছর ধরে ওয়ানডেতে পাকিস্তান হেরেই চলেছে। সময় এসে গেছে কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার। ভয়ডরহীন ক্রিকেটারদের আনুন, তরুণদের দলে অন্তর্ভুক্ত করুন। যদি আপনাকে পাঁচ-ছয়টি পরিবর্তন আনতে হয়, দয়া করে সেটি করুন।'

নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুনোর পরামর্শ দিয়েছেন ওয়াসিম, 'আগামী ছয় মাস হারতে থাকলেও চলবে। কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বানাতে শুরু করুন।'

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্কোয়াড নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ৪৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়াসিম, 'চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক প্যানেল এবং কোচকে ডাকুন। আর তাদের জিজ্ঞেস করুন কোন ধরনের দল বাছাই করেছেন তারা। আমি আক্ষরিক অর্থেই সপ্তাহখানেক ধরে বলে আসছি যে এই স্কোয়াড ভালো হয়নি। কিন্তু চেয়ারম্যান বললেন তারা সেরা স্কোয়াডটাই সাজিয়েছেন।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

3h ago