‘আমরা শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলছি না’

মাঝেমধ্যে কি গ্লেন ম্যাক্সওয়েলকে দুঃস্বপ্নে দেখতে পান আফগানরা? মুম্বাইয়ের সে রাতের বেদনা হয়তো এখনো পুড়ায় তাদের। এবার যখন ৫০ ওভারের ক্রিকেটে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান, হাসমতউল্লাহ শহিদি ম্যাক্সওয়েলের প্রশ্নে কিছুটা বিরক্তিই প্রকাশ করলেন। অজিদের জন্য প্রস্তুত বলে আফগান দলপতি জানিয়ে দিলেন, শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছেন না তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ম্যাক্সওয়েলকে নিয়ে প্রশ্ন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শহিদিকে শুনতেই হতো। বিধ্বংসী এই ব্যাটারকে আটকাতে কি তার দল সক্ষম? উত্তরে শহিদি প্রশ্ন ছুড়ে দেন, 'আপনি ভাবছেন আমরা কি শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে আসবো? আপনি কি ভাবেন এরকমটা হবে?'

ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আসা আফগানিস্তান পুরোপুরিভাবে প্রস্তুত, 'আমাদের পুরো অস্ট্রেলিয়া দল নিয়ে পরিকল্পনা রয়েছে। আমি জানি সে (ম্যাক্সওয়েল) ২০২৩ বিশ্বকাপে খুব ভালো খেলেছে কিন্তু সেটা ইতিহাসের অংশ। এরপর আমরা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছি। আর আমরা সব প্রতিপক্ষ সম্পর্কে ভাবি। একজনের পরিকল্পনা নিয়ে মাঠে আসছি না। তো হ্যাঁ, পরিকল্পনা নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এবং আমরা শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলছি না। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাচ্ছি।'

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে অজিদের বিপক্ষে মাঠে নেমেছিল যেদিন আফগানিস্তান, সেমিফাইনালের আশা অনেকটুকু নির্ভর করেছিল ম্যাচটিতে। ২৯২ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ৯১ রানে ৭ উইকেট তুলে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল আফগানরা। কিন্তু অবিশ্বাস্যভাবে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে তাদের হৃদয় চুরমার করে দেন ম্যাক্সওয়েল।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের জন্য আসন্ন অস্ট্রেলিয়া ম্যাচের অর্থ- জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম আসরেই সেমিফাইনালে একটি জায়গা। অজিদের কাঁদিয়ে এবার কি শোধ নিতে পারবে আফগানরা?

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

43m ago