মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা বেগম, মহাসচিব ফারজানা ইয়াসমিন

সৈয়দা হোসনে আরা বেগম ও ফারজানা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য ও সিনিয়র জেলা জজ সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

গতকাল শুক্রবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন।

নতুন কমিটিতে নির্বাচিত সহসভাপতিরা হলেন—রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগম ও শাহনাজ সুলতানা।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন।

এছাড়া নওরীন আক্তার কাঁকন কোষাধ্যক্ষ, নুসরাত জাবীন নিম্মী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, সোনিয়া আহমেদ সমাজকল্যাণ সম্পাদক এবং আরিফা চৌধুরী হিমেল প্রচার ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago