চ্যাম্পিয়ন্স ট্রফি

২ সেমিফাইনাল পরিচালনায় ৭ দেশের ৮ আম্পায়ার

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ পরিচালনায় কারা থাকবেন, সেদিকে আলাদা করে চোখ রাখবেন অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা। চলমান টুর্নামেন্টে শেষ চারের হাইভোল্টেজ লড়াইগুলোতে দায়িত্ব সামলাবেন সাত দেশের আটজন আম্পায়ার।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার প্রকাশ করেছে সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা।

আগামীকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব সামলাবেন আরেক ইংলিশ মাইকেল গফ।

চতুর্থ আম্পায়ারের ভূমিকা নিবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। রোহিত শর্মা ও স্টিভেন স্মিথের দলের ওপর ম্যাচ রেফারি হিসেবে নজরদারি থাকবে জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফটের।

পরদিন বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনফিল্ডে আম্পায়ারিং করবেন কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গে মাঠে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ম্যাচ পরিচালনায় শামিল হবেন টিভি আম্পায়ারের কক্ষ থেকে।

ঘরের মাঠের বড় আয়োজনে চতুর্থ আম্পায়ার হিসেবে যুক্ত থাকবেন পাকিস্তানের এহসান রাজা। এদিন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক লঙ্কান রঞ্জন মাধুগালে।

সেমিফাইনালের দুটি ম্যাচ মিলিয়ে একমাত্র ইংল্যান্ডের দুজন আম্পায়ার দায়িত্ব পেয়েছেন। আর ছয়টি দেশের একজন করে আম্পায়ার থাকবেন খেলা সফলভাবে পরিচালনার জন্য।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ পরিচালনায় কারা থাকবেন, সেটি এখনও জানায়নি আইসিসি। সাধারণত ফাইনালে কোন দুটি দল খেলবে তা চূড়ান্ত হওয়ার পর শিরোপা নির্ধারণী লড়াইয়ের আম্পায়ারদের নাম ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

3h ago