ছিনতাইয়ের অভিযোগে দুই বিদেশি নাগরিককে মারধর

দুই বিদেশি নাগরিক গাড়িতে করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। ছবি: সংগৃহীত

বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই বিদেশি নাগরিককে মারধর করেছে স্থানীয়রা। মারধরে আহত দুই বিদেশি নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভাটারা থানার পরিদর্শক সুজন হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে একটি ব্যাংক থেকে একজন প্রায় দুই লাখ টাকা তোলার পর তাকে ছিনতাই করে ওই দুই বিদেশি। তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের দাবি, ছিনতাইয়ের জন্য তারা স্কোপোলামিন নামের এক ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার করেন, যেটি 'শয়তানের নিঃশ্বাস' হিসেবে পরিচিত।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ব্যাংক থেকে বের হওয়ার সময় ওই দুই বিদেশিকে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিতে দেখেছেন একজন। বাধা দেওয়ার চেষ্টা করলে বিদেশি দুইজন দ্রুত গাড়িতে ওঠে পালানোর চেষ্টা করেন। তখন তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং তাদের গাড়ি ধাওয়া করে।

লোকজন গাড়িটি ভাঙচুর করে এবং দুই বিদেশিকে আটকে মারধর করে। ঘটনার একটি ভিডিও দুপুরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটির 'বিস্তারিত তদন্ত' চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

Comments

The Daily Star  | English

Independent Ducsu VP candidate expelled from hall over stabbing roommate

Jalal, however, denied the allegation in a Facebook post, claiming that he himself was attacked by Rabiul

35m ago