উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

শপথবাক্য পাঠ করছেন সিআর আবরার। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার।

আজ বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেন তিনি।  

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

আশা করা হচ্ছে, শিক্ষা উপদেষ্টা হিসেবে ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

শফিকুল আলম গতকাল জানিয়েছিলেন, 'আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

1h ago