রাজশাহীর সাবেক মেয়র লিটন ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ এনে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আখতার রেনি ও তাদের দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়শা সামিহা জামানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কমিটির প্রধান মোজ্জাম্মেল হক এ বিষয়ে আদালতে আবেদন করেন।
দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আবেদনে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, খায়রুজ্জামান লিটনসহ ছয়টি সংসদীয় আসনের আট সাবেক সংসদ সদস্যের নামে ছয় কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। তারা ও তাদের পরিবারের সদস্যরা এসব সম্পদ ফেলে আত্মগোপনে চলে গেছেন। লিটন ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে।
দুদকের আবেদনে বলা হয়, লিটন ও তার স্ত্রী-কন্যারা যেকোনো সময় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। তারা দেশ ছেড়ে গেলে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। তাই তাদের বিদেশযাত্রা ঠেকাতে নিষেধাজ্ঞার আদেশ প্রয়োজন।
Comments