ঢাকা প্রিমিয়ার লিগ

নাঈমের ঝড়ো সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে চারশো ছাড়িয়ে প্রাইম ব্যাংকের ইতিহাস

Naim Shaikh
সেঞ্চুরির পর নাঈম শেখ। ছবি: ফিরোজ আহমেদ।

লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশে কখনো যা হয়নি সেটাই করে দেখালো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২০১৮ সালে গড়া আবাহনী লিমিটেডের রেকর্ড ভেঙে প্রথমবার চারশো ছাড়ানোর নজির গড়ল তারা।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রান করেছে প্রাইম। ৫০ ওভারের ক্রিকেটে দেশের ক্রিকেট প্রথমবার দেখল এমন ঘটনা।  দলকে অবিশ্বাস্য চূড়ায় নেওয়ার কারিগর নাঈম শেখ। ১২৫ বলে ১৮ চার, ৮ ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি।

প্রিমিয়ার লিগের ইতিহাসের আগের রেকর্ড ছিলো আবাহনীর। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিলো তারা।

এদিন টস জিতে প্রাইম ব্যাংকে ব্যাট করতে পাঠায় ব্রাদার্স। বাকিটা সময় দুঃসময় পার করতে থাকে তারা। সাব্বির হোসেনকে নিয়ে ওপেনিং জুটিতেই ১৮ ওভারে ১৪০ রান আনেন নাঈম। ৬৩ বলে ৭৩ করে সাব্বির ফিরে যাওয়ার পর জাকির হাসান কিছুটা ধরে খেলেন, ২৯ বলে ২৬ করে তিনি আউট হন। এরপর শাহাদাত হোসেন দিপু ও শামীম পাটোয়ারি রান পাননি।

কিন্তু জ্বলে উঠেন আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপন। মামুন ২২ বলে ৪০ ও রিপন ৩৭ বলে করেন অপরাজিত ৫০ রান। রিশাদ হোসেন নেমে স্লগ ওভারে ৮ বলে যোগ করেন ১৭ রান।

নাঈম জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা। ৩৯তম ওভারে তিনি যখন ফেরেন দলের রান ততক্ষণে পেরিয়ে গেছে তিনশো।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago