উত্তর সাগরে তেলের ট্যাংকার-কনটেইনার জাহাজে সংঘর্ষে আগুন, নিখোঁজ ১

উত্তর সাগরে জেট ফুয়েল বহনকারী একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষ। ছবি: রয়টার্স
উত্তর সাগরে জেট ফুয়েল বহনকারী একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষ। ছবি: রয়টার্স

উত্তর সাগরে জেট ফুয়েল বহনকারী একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনায় একজন নিখোঁজ আছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্তর সাগরে স্থানীয় সময় সকালে সংঘর্ষের পর আজ মঙ্গলবারও জাহাজ দুটিতে আগুন জ্বলছে।

কার্গোটিতে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিক উপকরণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় মেরিটাইম এজেন্সি সার্ভিস এইচএম কোস্টগার্ড জানিয়েছে, একজন ক্রু নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান বন্ধ আছে।

জেট ফুয়েল বহনকারী ট্যাংকারটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এমভি স্টেনা ইম্যাকুলেট। অন্য জাহাজটি পর্তুগালের পতাকাবাহী জাহাজ সোলং।

কোস্টগার্ড ডিভিশনাল কমান্ডার ম্যাথিউ অ্যাটকিনসন বলেন, এ ঘটনায় ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে, একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'সোলং জাহাজের এক ক্রুকে খুঁজে পাওয়া যায়নি। বড় আকারে তল্লাশি চালানো হলেও দুর্ভাগ্যজনকভাবে ওই নিখোঁজ ক্রুকে পাওয়া যায়নি এবং খোঁজ অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে।'

তেলের ট্যাংকারের এক যাত্রী বিবিসিকে জানান, হঠাত করেই ১৬ নট গতিবেগে সোলং জাহাজটি স্টেনা ইম্যাকুলেটকে ধাক্কা দেয়।

স্টেনা ইম্যাকুলেটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নৌপরিবহন প্রতিষ্ঠান ক্রাউলি জানিয়েছে, 'জাহাজটিতে একাধিকবার বিস্ফোরণ' ঘটে এবং এর একটি কার্গো ট্যাংক ফুটা হয়ে যায়।

এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন, ট্যাংকারটি 'প্রতিরক্ষা দপ্তরের' জন্য জেট ফুয়েল বহন করছিল।

ঘটনাস্থলে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। সঙ্গে আরও চারটি লাইফবোট ও অগ্নিনির্বাপণ সক্ষমতা সম্পন্ন আরও বেশ কিছু জাহাজ সেখানে উপস্থিত হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র জানান, এটা 'অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি'।

তিনি বলেন, 'আমরা উদ্ধারকারী সংস্থাদের দ্রুত কাজ করার জন্য ধন্যবাদ জানাই। আমি যতদূর জানি, পরিবহন বিভাগ কোস্টগার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে যাতে দ্রুত সব কাজ শেষ করা যায়।'

Comments

The Daily Star  | English
flood in northern Bangladesh

Over one lakh stranded in north as rivers swell

Over 100,000 people have been stranded as the Teesta and Dudhkumar rivers swelled above danger level, flooding vast areas of cropland, homes and low-lying regions in northern Bangladesh.

6h ago