শ্রমিক ইউনিয়নের ইফতারে খাবার সংকট নিয়ে সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুর শহরে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে খাবার সংকট নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও করায় এ সময় তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালান।

এতে স্থানীয় তিনজন সংবাদকর্মী আহত হন। আহত ছয়জনই বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে আজ বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের প্যাকেট কম পড়লে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ড্রাইভারদের বাগবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।'

আহত গণমাধ্যমকর্মীরা হলেন—দেশ টিভির প্রতিনিধি হৃদয় হাসান রিয়াদ, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সানজিদুল আকন্দ মাশফি ও স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন মিঠু।

তারা জানান, সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং পুলিশের সামনেই তাদের ওপর হামলা হয়।

হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়, বলেন তারা।

এই ঘটনায় আহত বাকি তিনজন হলেন—জাহিদুল ইসলাম আশেক, জিহান ও শুভ। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি।'

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago