আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও এক অদ্ভুত বিশ্বরেকর্ড

আইসিসি সহযোগী সবগুলো দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্বীকৃতি দেওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত রেকর্ড দেখা যাচ্ছে, যেসব রেকর্ডে ভাগ বসানো যায় কিন্তু ভাঙা অসম্ভব। শুক্রবার তেমন এক রেকর্ডের দেখা মিলেছে।
মালয়েশিয়ায় হংকংয়ের বিপক্ষে বাহরাইন সুপার ওভারে কোন রান না নিয়েই গুটিয়ে গেছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল স্রেফ ১ রান।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং করে ১২৯ রান, জবাবে বাহরাইনও ১২৯ রানে থামলে ম্যাচ হয়ে যায় টাই। মীমাংসা আনতে সুপার ওভারে গড়ায় খেলা।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের। (সুপার ওভারে সর্বোচ্চ তিনজন ব্যাট করতে পারেন।)
এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় অলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। বাহরাইনের এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না, তবে ভাগ বসাইতেই পারে অন্য কেউ।
Comments