যুক্তরাষ্ট্র-ইইউ শুল্কযুদ্ধ: ঝুঁকিতে সাড়ে ৯ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য

শুল্কযুদ্ধ
ছবি: রয়টার্স

আটলান্টিকের দুই পাড়ের দুই ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য নিয়ে চলছে তিক্ততা। ইইউয়ে অ্যামেরিকান চেম্বার অব কমার্স আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র-ইইউ শুল্কযুদ্ধের কারণে বছরে সাড়ে নয় ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঝুঁকিতে পড়তে পারে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে—অ্যাপল, এক্সনমোবিল ও ভিসাসহ ১৬০-র বেশি সদস্য নিয়ে গঠিত বাণিজ্যিক প্ল্যাটফর্ম অ্যামচ্যাম ইইউয়ের আশঙ্কা চলতি বছরে বিশ্বের এই শীর্ষ বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে।

আটলান্টিকের দুই পাড়ের দুই মহাদেশ নিজেদের মধ্যে বিপুল বিনিয়োগ করে। অ্যামচ্যাম ইইউ আরও বলেছে, বাণিজ্য সংঘাতের কারণে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত সপ্তাহে ওয়াশিংটন আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপরেও শুল্ক আরোপ করায় ইইউও একই ধরনের প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে বলে ধারণা অ্যামচামের।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে আমদানি করা মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

সম্প্রতি ট্রাম্প ইইউয়ের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি নিয়েও কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে, ইইউয়ের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থায় আছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র থেকে ইইউয়ে বেশি পণ্য রপ্তানি হয়।

এক্ষেত্রে চলমান এই বাণিজ্যযুদ্ধে ইইউয়ের প্রতিশোধমূলক শুল্ক আরোপ দুই মহাদেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে সেটাও দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago