চাঁদা না পেয়ে ঠিকাদারকে গুলি করে হত্যা

যশোর শহরের রেলবাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক ঠিকাদারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত মীর সাদিক (৩৫) শহরের রেলগেট পঙ্গু হাসপাতাল এলাকার মীর শওকতের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১২টার দিকে সাদিক মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় 'ট্যাটু সুমন' নামে পরিচিত এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পাঁচ-ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো সাদিকের বুকে লাগে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হাসান জানান, 'সাদিকের বুকে কয়েকটি গুলি লাগে। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।'
তিনি জানান, নিহতের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, 'সাদিকের বুকে একাধিক গুলি লেগেছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।'
ওসি বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
তিনি বলেন, 'শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।'
Comments