ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ড গড়লেন তাসকিন

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি: রেমার্ক হারলেন

এনামুল হক বিজয় তো বটেই তাসকিন আহমেদকে অনায়াসে চার-ছয় মারতে থাকলেন তোফায়েল আহমেদ, এমনকি আব্দুল গাফফার সাকলাইন নামের আনকোরা ব্যাটারও তাকে উড়ালেন ছক্কায়। শেষ পর্যন্ত ১০ ওভারের স্পেলে একশোর বেশি রান তো দিলেনই, তাসকিন গড়লেন দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড।

বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটারদের হাতে বেদম মার খান মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাসকিন। ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের কোন বোলারের এটাই সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। বাংলাদেশি বোলারদের মধ্যে লিস্ট-এ ম্যাচে এর আগে একশোর বেশি রান দেওয়ার নজির দুটি। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব।

ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিলো ইকবাল হোসেন ইমনের। তরুণ এই পেসার গত বছর খেলেছিলেন গাজী টায়ার্স একাডেমির হয়ে। আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে তিনি দিয়েছিলেন ১০৪ রান।

তাসকিনে এই দুজনকেই ছাড়িয়ে গেলেন, ১০৭ রান খরচ করে চরম বিব্রতকর পরিসংখ্যানে উঠালেন নিজের নাম।

তাসকিনের হতাশার দিনে আগে ব্যাটিং পেয়ে ৫০ ওভারে ৩৩৬ রান করেছে গাজী গ্রুপ। ১৪৩ বলে ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিজয়। তরুণ তোফায়েল মাঝে নেমে ২৯ বলে করেছেন ৬৩ রান। মূলত এই দুজনের ব্যাটের ঝাঁজই বেশি টের পেয়েছেন তাসকিন।

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

12m ago