বরগুনা ও মাগুরায় ধর্ষণ: শিশু ও পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ

নোয়াখালী, সাউথ বাংলা হাসপাতাল, নবজাতক, হাইকোর্ট,
ফাইল ছবি

বরগুনায় ধর্ষণের ঘটনায় শিশু ও তার পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দিতে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও শিশুটির কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে একজন সমাজকল্যাণ কর্মকর্তা নিয়োগের আদেশও দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ বরগুনা শহর থেকে শিশুটির বাবার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছিল পরিবারটিকে। বর্তমানে কারাগারে থাকা আসামির সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আদালত একইসঙ্গে মাগুরায় ধর্ষণের ঘটনায় শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার বড় বোনের প্রয়োজনীয় যত্নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আট বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির পর মারা যায় শিশুটি।

হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ দুইটি পৃথক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এই আদেশ দেন।

প্রয়োজনীয় নির্দেশনার চেয়ে পিটিশন দুটি করেছিলেন আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ এবং সাইদ মাহশিব হোসেন।

গত ৭ মার্চ বরগুনায় পঞ্চম শ্রেণির শিশুটিকে ধর্ষণ করা হয়।   

পরদিন প্রতিবেশী শিবু দাশ (৩০) এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির বাবা।

৮ মার্চ শিবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শিশুটির পরিবার জানিয়েছে, শিবুকে গ্রেপ্তারের পর থেকে তার সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে হুমকি এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন।

আজ শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

3h ago