মোস্তাকিম একাই করলেন ৪০৪, দলের ৭৭০

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মোস্তাকিম হাওলাদার। ৫০ ওভারের ম্যাচে একাই করেছেন অপরাজিত ৪০৪ রান! তার সঙ্গী সাদ পারভেজও পেরিয়েছেন আড়াইশোর কোটা। তাতে দলীয় পুঁজি হয় ৭৭০ রান।
মাস দুই আগে শুরু হওয়া স্কুল ক্রিকেটের এই আসরে মঙ্গলবার সেইন্ট গ্রেগোরিস স্কুল এন্ড কলেজের বিপক্ষে মোস্তাকিম ও অধিনায়ক সাদের বিধ্বংসী ব্যাটিংয়ে এই বিশাল পুঁজি গড়ে ক্যামব্রিয়ান স্কুল। এ দুই ব্যাটারের জুটিতে আসে ৬৯৯ রান। শেষ পর্যন্ত তারা জয় পায় ৭৩৮ রানের ব্যবধানে।
সব পর্যায় বিবেচনায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে চারশো রানের কীর্তি গড়লেন মোস্তাকিম। ওপেনিং নামা এই ব্যাটার শেষ পর্যন্ত ব্যাট করে খেলেন ১৭০টি বল। যার মধ্যে চারের মারের হাফসেঞ্চুরি করেছেন তিনি। তবে ৫০টি চারের সঙ্গে ছক্কাও মেরেছেন ২২টি।
তার সঙ্গী অধিনায়ক সাদও কম যাননি। খেলেছেন ২৫৬ রানের হার না মানা এক ইনিংস। যেখানে তিনি ৩২ চার ও ১৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এরপর বল হাতেও ছিলেন দুর্দান্ত ৫.৪ ওভার বল করে ১৬ রানের খরচায় নেন ৪টি উইকেট। ১১ রানের বিনিময়ে বাকি ছয়টি উইকেট তুলে নেন হাসান হৃদয়। তাতে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় সেইন্ট গ্রেগরিস।
Comments